- সমন্বয় না করে একতরফা কমিটি ঘোষণা না করতে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের প্রার্থী আনকার-সুফিয়ান পরিষদ বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে। শনিবার রাত ৯টায় শহরের চৌমোহনা চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
- মিছিলটি বেলাল সুইটমিট এর সম্মুখ থেকে শুরু হয়ে শমসেরনগর রোড, কোর্ট রোড ঘুরে তাৎক্ষণিক পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, একাটুনা ইউপি চেয়ারম্যান ও মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আবু সুফিয়ান। এসময় তিনি বলেন, সমন্বয় না করে একতরফা কমিটি ঘোষণা মেনে নেয়া হবেনা। যদি একতরফা কমিটি ঘোষণা করা হয় তাহলে এর তীব্র প্রতিবাদ করা হবে।
- এসময় উপস্থিত ছিলেন, সভাপতি প্রার্থী আনকার আহমদ, ১১নং মোস্তফাপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, সুজিত দাশ, আহমদ হোসেন, জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
- উল্লেখ্য, মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী লীগের কমিটি নিয়ে বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সংবাদ পরিবেশন নিয়ে শহরে উত্তেজনার সৃষ্টি হয়।
এক তরফা কমিটি ঘোষণা না করতে বিক্ষোভ মিছিল
শেয়ার করুন