মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে হাজীপুর সোসাইটির উদ্যোগে ও অনলাইন নিউজ পোর্টাল জালালাবাদ বার্তা ডটকমের সহযোগীতায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৫ ডিসেম্বর (বুধবার) বিকাল ৪ঘটিকায় হাজীপুর সোসাইটির কার্যালয়ে সোসাইটির সহ-সভাপতি জদিদ হায়দর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ মিজানুর রহমানের পরিচালিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান কবির, সোসাইটির প্রচার সম্পাদক সাংবাদিক ছয়ফুল আলম সাইফুল, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল, ইউপি সদস্য রাজা মিয়া,ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম, বন্ধন সোসাইটির সহ-সভাপতি আব্দুস সামাদ তানবির, হাজীপুর ব্লাড ফাইটার্সের সাধারণ সম্পাদক মোঃ ইমরান আহমদ, বন্ধন সোসাইটির ভাইস প্রেসিডেন্ট শিপন আহমদ।
এ সময় হাজীপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।