স্টাফ রিপোর্টার.
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের লোক জনের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ রয়েছে। এ পর্যন্ত ২৫ জনকে চাকুরীচ্যুত করা হয়েছে।
আমরা আইনগুলো জানি কিন্তু মানিনা। এটা একটা সমস্যা। আইনগুলো তৈরী করা হয় আইন মান্য করার জন্য, আইন প্রয়োগ করার জন্য নয়। এটা আমাদের বুজতে হবে যে, আইন না মানলে কোন পুলিশের পক্ষে আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব না।
২৯ ডিসেম্বর রবিবার দূপুরে মৌলভীবাজার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ‘দুর্নীতিমুক্ত সরকারি সেবা, দুর্নীতির অভিযোগের প্রকৃতি’ বিষয়ে জেলা পর্যায়ের সকল-কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দুদক চেয়ারম্যান উদাহরণ টেনে বলেন, এখান থেকে একেবারে রিমোট কর্ণারে কোন বর্ডারের শেষ সীমান্তে যদি আপনি যান। সেখানে পুলিশ নাই কিন্তু। কিন্তু সেখানে আমাদের ঘর সংসার আছে। ছেলে মেয়ে বড় হচ্ছে তারা স্কুলে যাচ্ছে। সহজে একটা ছেলেমেয়েকে নিয়ে চলা যায়। মানে সামাজিক এক রকমের আইন মান্যতার একটা বিষয় কিন্তু হয়ে আছে। এজন্যই আইনশৃঙ্খলা এখনো রক্ষা করা সম্ভব হয়।
দুদক চেয়ারম্যান আরও বলেন, শিক্ষা বিভাগে আমরা দুর্নীতি চাইনা। এবিষয়ে আমরা খুবই কঠোর। শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হলে বহু মামলা হবে। তিনি বলেন, হাইস্কুলে টেস্ট পরীক্ষার ৬ মাসের খাতা রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এক বিষয়ে ফেল করলে কাউকে ক্লাসে দেওয়া যাবেনা।
মৌলভীবাজারের জেলা প্রশাসক নাজিয়া শিরিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ শাহজান কবির চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ডঃ মোঃ ফজলুল আলী প্রমূখ।