সিলেটে কনভেনশন হলে বরের ইমামতিতে আছরের সালাত আদায়

মোঃ ইবাদুর রহমান জাকির, সিলেট থেকেঃ 

ইসলামে বিবাহ হল বিবাহযোগ্য দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রনয়নের বৈধ আইনি চুক্তি ও তার স্বীকারোক্তি। দাম্পত্য জীবন মানবজীবনের অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এর সূচনাপর্ব হলো বিবাহ। বিবাহ হলো ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক ইবাদত ইজাব কবুল করার মাধ্যমে আকদ তথা বন্ধনের নাম হলো বিবাহ।

এমনই এক বিয়ের অনুষ্ঠানে স্টেইজে নামাজ আদায়ের দৃশ্য। শুধু এ দৃশ্যই নয়, বর নিজে জামাতের সাথে স্টেজে নামাজ আদায় করেন। আর এতে ইমামতিও করেন বিয়ের বর নিজেই। এমনই একটি ঘটনা ঘটে সিলেটের সুবিদবাজার খাঁন কনভেনশন হলে।

সেখানে বিয়ের অনুষ্ঠানে স্টেজেই আসরের নামাজ আদায় করেন বর।শুধু নামাজই আদায় নয় নিজেও ইমামতি করেন। শনিবার ২৮ ডিসেম্ভর) সিলেটের খাঁন কনভেনশন হলে এই বিয়ের অনুষ্ঠান ছিল। এমন দৃশ্য দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। বরের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী (সৈয়দ বাড়ি) গ্রামে। ৩ নং নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডাঃ সৈয়দ আব্দুল জলিল সাহেবের ২য় ছেলে সৈয়দ সাইদুর রুহান, কাজল শাহ নবাব রোডে বরের বর্তমানে বাসা।

শেয়ার করুন