সিলেট প্রেসক্লাবের নবনিবার্চিত নেতৃবৃন্দকে কানাইঘাট প্রেসক্লাবের অভিনন্দন

কানাইঘাট প্রতিনিধিঃ ২৮ ডিসেম্বর (শনিবার) সিলেট প্রেসক্লাবের ২০২০-২১ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী সকল প্রার্থীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এক অভিনন্দন বার্তায় প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ নেতৃবৃন্দ সিলেট প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি পদে বিশিষ্ট সাংবাদিক ইকবাল সিদ্দিকী ও সহ-সভাপতি পদে কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীন সাংবাদিক এমএ হান্নান ও আব্দুল কাদের তাপাদার, সাধারণ সম্পাদক পদে আব্দুর রশিদ রেনু, কোষাধ্যক্ষ পদে কাউসার চৌধুরীসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, এ কমিটির সুযোগ্য নেতৃত্বে সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সহ পূণ্য ভূমি সিলেটের সাংবাদিকতা আরো বিকাশিত হবে। সেই সাথে সিলেটবাসীর প্রত্যাশা পূরণে এবং সাংবাদিকদের কল্যাণ সাধনে নবানির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন