মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংবাদ সম্মেলন

  • স্টাফ রিপোর্টার.
  • মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২০ লক্ষ্য রেখে মৌলভীবাজারে সংবাদ সম্মেলন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর মৌলভীবাজার।
  • ৩১ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক হল রুমে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রিট তানিয়া সুলতানা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল মজিদ, ইন্সপেক্টর এমদাদ উল্লাহ সহ অনেকে।সংবাদ সম্মেলনে সাংবদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সিনিয়র বকশী ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, সাংবাদিক এস এম উমেদ আলী, ফেরদৌস আহমদ দুলাল, শ ই সরকার জবলু, সালেহ এলাহী কুটি, এম এ হামিদ, সৌমিত্র দেব টিটু। 
  • অন্যান্যদের উপস্থিত ছিলেন সৈয়দ মহসীন পারভেজ, নজরুল ইসলাম মুহিব, শাহ অলিদুর রহমান, মু.ইমাদ উদ দীন, পান্না দত্ত, মাহবুবুর রহমান রাহেল, , জিতু তালুকদার, মঞ্জু বিজয় চৌধুরী, আমির হোসেন, আব্দুল কাইয়ুম, পলী রাণী দেবনাথ প্রমুখ। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা, চা-বাগান অধ্যুষিত এ জেলায় চা-বাগান কেন্দ্রীক মাদক ও মদের ব্যবসা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে তুলে ধরে বক্তব্য রাখেন। এতে মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা করার আহ্বান জানান।
শেয়ার করুন