কানাইঘাট প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়।
এক অভিনন্দন বার্তায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ নেতা ও কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্য আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় জমিয়তে উলামা নেতা মাওলানা আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি খাদিজা বেগম নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন, সাংবাদিকদের সুনামধন্য প্রতিষ্ঠান কানাইঘাট প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ তাদের লেখনীর মাধ্যমে কানাইঘাটের মানুষের কল্যাণ সাধনের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি এ অঞ্চলের মানুষের আশা-আকাংখা বাস্তবায়নে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
অতীতের মতো প্রেসক্লাবের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট সকল কাজে উপজেলা পরিষদের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা অব্যাহ থাকবে বলে অভিনন্দন বার্তায় উল্লেখ করেন।