বিয়ানীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ইবাদুর রহমান জাকিরঃ

পূর্ব সিলেটের সর্বোচ্চ সুনামধারী বিদ্যাপীঠ বিয়ানীবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারী) দুপুর ১২ ঘটিকায় ইংরেজি বিভাগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে ।

ইংরেজি বিভাগীয় প্রধান মোহাম্মদ মনসুর আলমগীরের সভাপতিত্বে ও শিক্ষার্থী জাহেদ আহমদ এবং তানজিনা শারমিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর দ্বারকেশ চন্দ্র নাথ, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মো. তারিকুল ইসলাম, অর্থনীতি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আবু ইউসুফ মোহাম্মদ শেরুজ্জামান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দিবাকর তালুকদার, প্রভাষক আনোয়ার হোসেন ও উর্মি লাবণী চক্রবর্তী।

এছাড়াও বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষার্থী আমানুর রহমান জাবেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষার্থী সাইদুর রহমান, সায়মা বেগম, হিল্লোল জয় চৌধুরী, আয়েশা সিদ্দিকা প্রমুখ।

শেয়ার করুন