চ্যানেল আই প্রকৃতি মেলা-২০২০ উপলক্ষে জামালপুরে র‌্যালি ও আলোচনা সভা

আবু সায়েম, বার্তা কক্ষঃ
‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ এই স্লোগানকে সামনে রেখে চ্যানেল আই প্রকৃতি মেলা-২০২০ উপলক্ষে জামালপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে  জামালপুর প্রেসক্লাব থেকে এ র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের  সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন (সিআইপি)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সুহেল মাহমুদ, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান বাবু, ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, পরিবেশ দূষণ গোটা বিশ্বে এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। এ দূষণ থেকে অামরাও নিরাপদ নই। একশ্রেণির লুটেরা প্রকৃতির অবিবেচক মানুষের নেতিবাচক কর্মকান্ডের ফলে পরিবেশ দূষণের মতো ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এ ভয়াবহ দূষণ থেকে বাঁচতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সবুজ পৃথিবী উপহার দিতে হলে এখনই এর লাগাম টেনে ধরতে হবে। তা না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।”
শেয়ার করুন