কার্ডিফ (ইউকে) প্রতিনিধিঃ
নুরে মদিনা বেইসিক ইসলামী লার্নিং হোম, কার্ডিফ, ইউকে এর বার্ষিক পরীক্ষার ফলাফল, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ৫ই জানুয়ারি (রবিবার) ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরে অনুষ্ঠিত হয়।
ক্বারী নুরুল ইসলাম এর সভাপতিত্বে, নুরে মদিনার পরিচালক ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলীর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও কমিউনিটি লিডার সাংবাদিক মকিস মনসুর, আবু সালেহ চৌধুরী, সৈয়দ আলতাফ হোসাইন, ফার্মাসিস্ট ক্বারী সামি চৌধুরী।
অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালিক, নজরুল ইসলাম, শফিকুর রহমান, জুনেদ আহমদ চৌধুরী, ক্বারী জামি চৌধুরী, ক্বারী হাদি চৌধুরী সহ প্রমুখ।
মাহফিলে শিক্ষার্থীদের কুরআন তেলাওয়াত, বিভিন্ন বিষয়ে প্রদর্শনী করানো হয়। বিভিন্ন গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
মাহফিলে প্রধান অতিথি বলেন, জরুরী ইলম অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ তথা অত্যাবশ্যক। তাই মুসলমান হিসেবে বেঁচে থাকতে হলে প্রথমে নিজে ও নিজের বাচ্চাদের কুরআনের শিক্ষা দিতে হবে।
মোনাজাত শেষে শিরণীর মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।