এএসএম সা’-আদাত উল করীমঃ
জামালপুর জেলার র্যাব -১৪ এর অভিযানে ৪ জানুয়ারি, শনিবার শেরপুর জেলায় শ্রীবর্দীতে ১১ লিটার চোলাই মদসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবর্দী থানার নবীনপুর গ্রামে জৈনক্য পূজন নামে এক ব্যক্তির বসত বাড়িতে কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত পূজন (৩৬) শেরপুর জেলার শ্রীবর্দী থানার নবীনপুর গ্রামের মৃত জগনাথের ছেলে। অপর আসামী মো. সুরুজ্জামাল (৪৫) জামালপুর জেলার বকশিগঞ্জ থানার আমলালপুর গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।
পরে শেরপুর জেলার শ্রীবর্দী থানায় র্যাব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।