মাহমুদুল হাসান রুমনঃ
সংযুক্ত আরব আমিরাতের শারজায় সড়ক দুর্ঘটনায় কাজী মোহাম্মদ নুরুজ্জামান লিটন (৩৬) নামের ১ বাংলাদেশী নিহত হয়েছেন।
৪ জানুয়ারি, শনিবার সকাল ১১টায় শারজাহ বিএমডব্লিউ‘র ইউনিয়ন মলের কাছে গাড়ী পার্ক করে একটি সার্ভিস রোড পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মিতসুবিশী পিক-আপের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে শারজাহ আল কাসেমী হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৫ জানুয়ারি, রবিবার স্থানীয় সময় বিকাল ০৪ টার দিকে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তার মৃত্যু ঘটে।
চট্টগ্রামের হাটহাজারী থানার ফরহাদাবাদ ইউনিয়নের মুল্লুক শাহ কাজী বাড়ী নিবাসী, মুক্তিযোদ্ধা আবুল বশরের পুত্র কাজী মোহাম্মদ নুরুজ্জামান লিটন মৃত্যুকালে ৪ বছরের এক পুত্র,দেড় বছরের কন্যা ও বিধবা স্ত্রী রেখে গেছেন।
পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী গাড়ী ও তাঁর পাকিস্তানী চালককে আটক করেছে। বর্তমানে লাশ আল কাসেমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা দেশে নিয়ে যাওয়া হবে।