কানাইঘাট প্রতিনিধি: তাহফিজুল কুরআন বোর্ড সিলেট এর এবারের হিফজ সমাপনী পরীক্ষায় শ্রেষ্ঠ হয়েছে কানাইঘাট উপজেলার মানিকগঞ্জ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা।
৯ জানুয়ারি (বৃহস্পতিবার) এ প্রতিবেদককে মাদ্রাসার মুহতামিম আব্দুল খালিক জানান, এ মাদরাসা থেকে ৮ জন পরীক্ষার্থী হিফজ সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ৩জন বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও পঞ্চম স্থান কৃতিত্বের সহিত অর্জন করে। তারা হলো, আনাস বিন আব্দুর রহীম, জাহেদ আহমদ ও নাঈম হাসান। প্রতিষ্ঠানটি এর পূর্বে ২০১৭ সালেও বোর্ডের সেরা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিল। ১৯৭৭ সালে এ মাদরাসা প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছরই হাফেজে কুরআন উপহার দিয়ে যাচ্ছে। যারা দেশে-বিদেশে অনেক সুনাম অর্জন করেছেন।
প্রতিষ্ঠানের সাফল্যে আনন্দিত হয়ে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য আলহাজ্ব নিজাম উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, ‘এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগীতা অব্যাহত থাকলে একদিন প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে উন্নতি লাভ করবে।’
প্রতিষ্ঠানের মুহতামিম জনাব হাফিজ আব্দুল খালিক প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক মন্ডলী ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান। বিশেষ করে প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অর্থ, সময় এবং শ্রম দিয়ে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, ২ জানুয়ারী ২০২০ তারিখে তাহফিজুল কুরআন শিক্ষা বোর্ড সিলেটের হিফজ সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। বোর্ডে মোট ৫২টি প্রতিষ্ঠানের দুই শতাধিক কুরআনে হাফেজ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করে।