মাধবপুরে একতা স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ডেক্স রিপোর্ট : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৩নং বহরা ইউনিয়নের সুন্দাদিল ও সম্ভদপুর গ্রামে একটি অরাজনৈতিক সংগঠন “একতাই বল একতাই শক্তি, করবো আমরা দারিদ্র মুক্তি ” স্লোগানে একতা স্বেচ্ছাসেবী যুব সংগঠন এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকাল ৩টার দিকে মাধবপুর উপজেলার সুন্দাদিল ও সম্ভদপুর গ্রামে শতাধিক অসহায় ও গরীব দুস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজি আরিফুল আম্বিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন হাজী আব্দুল জাহির (সাবেক মেম্বার), সাজিদুর রহমান (বর্তমান মেম্বার), সাজু মিয়া, জলিলুর রহমান, মোঃ আক্কল আলী (সাবেক মেম্বার) নুর মিয়া, মিন্নত আলী, শমসু মিয়া, হাজি নওয়াজ আলি, জনাব মিয়া হোসেন, আলী আহমদ প্রমুখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রামের গণ্যমান্য মুরুব্বি ও যুব সমাজ। সকলেই সংগঠন এর উত্তরাত্তোর সাফল্য কামনা করেন।

শেয়ার করুন