পাল্লাতল চা বাগানে স্ত্রী ও শাশুড়ীসহ চারজনকে কুপিয়ে হত্যার পর যুবকের আতœহত্যা

  • মৌলভীবাজার প্রতিনিধি.

  • মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানের মাদকাসক্ত যুবক স্ত্রী, শাশুড়ি ও দুই প্রতিবেশীকে হত্যা পর নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মাদকাসক্ত নিমূল (৪০)।এসময় গুরুতর আহত হয়েছেন এক চা শ্রমিক যুবক। তার নাম জানা যায়নি। তাকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।মৌলভীবাজারের পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম(বার) এতথ্য নিশ্চিত করেন। আজ রবিবার ভোররাতে উপজেলার পাল্লাতল চা বাগানের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাদকাসক্ত নির্মল মদ্যপবস্থায় প্রথমে তার স্ত্রী জলিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর শাশুড়ি এগিয়ে আসলে তাকেও কুপিয়ে হত্যা করে। এর পর দুই প্রতিবেশী এগিয়ে তাদেরকে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। পরে ঘটনাস্থলে ৪জনে মৃত্যু নিশ্চিত হওয়ার পর খুনি নিমূল বসতঘরের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।চা বাগানের ব্যবস্থাপক মাহবুবুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে নির্মল নামের ওই যুবক ৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। খুনি নির্মল ছাড়া বাকি ৪ জনই চা বাগানের শ্রমিক।

  • তিনি আরও জানান বলেন, খুনি চা শ্রমিক নির্মল মাদকাসক্ত ছিলেন। নির্মলের বাড়ি এই এলাকায় নয়। বছর খানেক আগে জলির সঙ্গে তার বিয়ে হয়। তারপর থেকে তিনি শ্বশুর বাড়িতেই থাকছিলেন।

  • নিহতরা হলেন, নির্মলের স্ত্রী জলি, শাশুড়ি লক্ষী , প্রতিবেশী বসন্ত ও বসন্তের মেয়ে শিউলি। চা বাগান সূত্রে জানা গেছে, ভোর সকালে নির্মল ও জলির মধ্যে ঝগড়াবিবাদ শুরু হয়। এরপর এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।বড়লেখা থানার ওসি ইয়াসিনুল হক বলেন, ৫ জনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন