-
মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা গ্রামে এক দিনে দুইটি বাল্যবিবাহ পন্ড করলো পুলিশ। পুলিশ আসার খবরে বিয়ের আসর হতে বর পালিয়ে যায় । অপরটিতে বর যাত্রীরা কনের বাড়ি যাওয়ার পথে পুলিশের উপস্থিতির খবর পেয়ে রাস্তা থেকে চলে যান। দুই শিক্ষার্থী কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে অধ্যয়নরত।
শনিবার কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক আব্দুল হামিদ এতথ্য নিশ্চিত করেন। তিনি এর আগের দিন শুক্রবার (২৪ জানুয়ারী) কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে পৃথক এই বিয়ের আয়োজন দুইটি ছিল।
থানা পুলিশ ও স্থাণীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নে কালেঙ্গা গ্রামে খলিল মিয়ার মেয়ে কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রিতা বেগম (১৫) ও একই গ্রামের আলমগীর মিয়ার মেয়ে দশম শ্রেণীর ছাত্রী আখলিমা বেগম (১৫) একই দিনে পৃথক বাড়িতে দুইটি বিয়ের আয়োজন ছিল। বাল্য বিয়ের খবরে কমলগঞ্জ থানার ওসির নির্দেশে দুই শিক্ষার্থীর বাড়িতে হাজির হন পুলিশ। পুলিশ আসার খবর পেয়েই উভয় বাড়ি ও রাস্তা হতে বরসহ বর যাত্রী দ্রুত চলে যান। পন্ড হয় বাল্য বিয়ে। রক্ষা পায় দুই স্কুল ছাত্রী। পূর্ণ বয়স না হলে বিয়ে দেবেন না এই মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর দেন অভিভাবকরা।
-
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, কালেঙ্গা গ্রামে বিগত সময়ে প্রায় ১৫টি বাল্য বিবাহ সম্পন্ন হয়েছে।
-
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছি। আগামীতে এভাবে কোন এলাকায় বাল্য বিয়ে হচ্ছে এমন খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ টিম পৌঁেছ বাল্য বিয়ে বন্ধ করা হবে বলে তিনি জানান। তিনি আরও বলেন,বাল্য বিয়ে বন্ধ রোধে সচেতনতা আরও বৃদ্ধি করতে হবে।’
মৌলভীবাজার বাল্য বিয়ে থেকে রক্ষা পেল দুই শিক্ষার্থী
শেয়ার করুন