সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সাংবাদিক শেলু আকন্দের ওপর সন্ত্রাসী হামলা মামলাটির দ্রুত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জামালপুর প্রেসক্লাব। ২৫ জানুয়ারি, শনিবার বেলা ১১টায় শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা, সহ-সভাপতি ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক দুলাল হোসাইন ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার সাংবাদিক লুৎফর রহমান, বিটিভির সাংবাদিক মোস্তফা বাবুল, সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু ও দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান প্রমুখ।
বক্তারা সাংবাদিক শেলু আকন্দের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলাটির দ্রুত অভিযোগপত্র দাখিল করে বিচার প্রক্রিয়ার মাধ্যমে সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে মামলাটির অন্যতম আসামি পৌরসভার কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে পৌর কাউন্সিলর পদ থেকে অপসারণ, তার স্ট্যাম্প ভেণ্ডার সনদ বাতিল, তাকে শহর আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার এবং তার ছেলে আসামি রাকিবুল ইসলাম খান রাকিবকে জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কারের দাবি জানান। মানববন্ধনে জামালপুর প্রেসক্লাবের কর্মকর্তা, সদস্য ছাড়াও জেলায় কর্মরত সর্বস্থরের সাংবাদিকরা অংশ নেন।
প্রসঙ্গত, জামালপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শেলু আকন্দ গত বছরের ১৮ ডিসেম্বর রাত ১১টার দিকে সদর উপজেলা ভূমি অফিসের পেছনে ব্রহ্মপুত্র নদের পাড়ে বাইপাস সড়কে সন্ত্রাসী হামলার শিকার হন। সন্ত্রাসীরা পিটিয়ে তার দুটি পা ভেঙে দিয়েছে। তিনি বর্তমানে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শেলু আকন্দের ভাই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
শেয়ার করুন