শেরপুরে আমেরিকার প্রবাসীর ব্যতিক্রম উদ্যোগে শীতার্তদের মাঝে লেপ বিতরণ

আবু সায়েম, বার্তা কক্ষঃ 
  • শেরপুর জেলার নকলা উপজেলায় আমেরিকার প্রবাসী এক ব্যক্তির ব্যক্তিগত উদ্যোগে ৩০ জন শীতার্ত পরিবারের মাঝে লেপ বিতরণ করা হয়েছে।
২৫ জানুয়ারি সকালে উপজেলার কলাপাড়া গ্রামের নিজ বাড়িতে আমেরিকা প্রবাসী নাহিদ আজাদের অর্থায়নে উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলমগীর আজাদের সার্বিক তত্ত্বাবধায়নে সুবিধা বঞ্চিত শীতার্ত পরিবারের মাঝে এই লেপ বিতরণ করা হয়। ইতিপূর্বেও ৪৫টি লেপসহ সর্বমোট ৭৫টি লেপ বিতরণ করা হয়। ব্যতিক্রম এই উদ্যোগের এলাকাবাসী সকলে প্রবাসী ব্যক্তির প্রসংশা করেন। কম সুবিধা প্রাপ্ত ‌শীতার্তরা লেপ পেয়ে খুব খুশি হয়েছেন বলে জানা যায়।
শেয়ার করুন