কানাইঘাটে বড়দেশ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ

কানাইঘাট বড়দেশ উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারি, বুধবার সকাল ১০টায় বড়দেশ উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মাস্টার নুর উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জসীম উদ্দিনের এবং নজমুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য এবাদুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ফরিদ উদ্দিন খান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মতিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, প্রবাসী রফিক উদ্দিন, সমাজসেবী মখলিছুর রহমান, প্রবাসী জাবেদ মুন্না। বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক আখতার হোসেন আকন্দ, সহকারী শিক্ষক নুর উদ্দিন, শহিদুল ইসলাম, শাহেদ আহমদ, হাফিজ উদ্দিন, রাকিব মিয়া, জাহেদুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ট শ্রেণীর শিক্ষার্থী সুমানা বেগম, বিদায়ী শিক্ষার্থী আনিকা জেরিন, জাকির হোসেন, সুলতান আহমদ, জুবের আহমদ প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ী ও বরণীয় শিক্ষার্থীদের পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন