শাহীন আহমদঃ
বিশ্ব বরেণ্য আলেম, জমিয়তে উলামায়ে হিন্দের মহাসচিব আওলাদে রাসূল সা. আল্লামা সায়্যিদ মাহমুদ মাদানী দা.বা. বলেছেন, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আমাদের উপর মহান আল্লাহপাকের সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে পবিত্র ঈমান। তিনি বলেন, বে-ঈমান কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যে যত বেশী মহানবী সা. কে মহব্বত করবে আল্লাহ ততবেশী ঐ ব্যক্তি কে মহব্বত করবেন, আমরা সকলে যেন মাখলুকের খেদমতে মনোনিবেশ করি। তিনি বলেন, মাখলুকের খেদমতের মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে। মেহমান বলেন, খাঁটি ঈমানই মানবের ইহকাল ও পরকালিন শান্তি ও মুক্তির একমাত্র গ্যারান্টি।
ভারতের মেহমান ২৯ জানুয়ারি বুধবার বাদ যোহর দারুল উলুম কানাইঘাট মাদরাসায় শুভাগমন উপলক্ষে আয়োজিত মাদরাসা মাঠে এক বিশাল ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বয়ান দান কালে উপরোক্ত কথাগুলো বলেন, জামেয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষিপুরীর সভাপতিত্বে এবং মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলীর পরিচালনায় অনুষ্টিত বিশাল মাহফিলে উপস্থিত ছিলেন, খলিফায়ে ফেদায়ে মিল্লাত রহ.শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জী, মাওলানা মুফতি রশীদ আহমদ, কানাইঘাট উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী, আলহাজ্ব ইসমাইল দুর্লভপুরী, সাবেক মেয়র জনাব মো. লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুল্লাহ শাকির, ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাওলানা আবুল হোসাইন চতুলীসহ বিপুল সংখ্যক মাদানীভক্ত শ্রুতাবৃন্দ উপস্থিত ছিলেন।