এএসএম সা’-আদাত উল করীমঃ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার ফিঙ্গার প্রিন্ট না মেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিতে বিড়ম্বনায় পড়েন। পরে জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখিয়ে নিজের ভোট দেন তিনি।
১ ফেব্রুয়ারি, শনিবার বেলা সোয়া ১১টায় তিনি উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন। সিইসি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটার।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর ২০১৯ ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ৩১ জানুয়ারি ২০২০। মনোনয়নপত্র বাছাই ২ জানুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ছিল ৯ জানুয়ারি। ভোটগ্রহণের তারিখ ৩০ জানুয়ারি থাকলেও সেইদিন সনাতন ধ’র্মাবলম্বীদের সরস্বতী পূজা থাকায় তা পরিবর্তন করে ১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়। গত ১০ জানুয়ারি প্রচার শুরু হয়ে ৩০ জানুয়ারি বৃহস্পতিবার প্রচারের শেষ দিন ছিল। মোট ২১ দিন প্রচারের সুযোগ পান প্রার্থীরা।
নির্বাচন কমিশনের সূত্রে জানা যায়, ঢাকার দুই সিটি কর্পোরেশনে ২ হাজার ৪৬৮টি ভোট’কেন্দ্র এবং মোট ১৪ হাজার ৪৩৪টি ভোট’কক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোট’কেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোট’কক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোট’কেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোট’কক্ষ রয়েছে।