কানাইঘাট প্রতিনিধিঃ ৩দিন থেকে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী শাহিন আমদ (১৬)। সে গোলাপগঞ্জ উপজেলার সরকারী এম.সি একাডেমী স্কুল এন্ড কলেজের চলিত বছরের এসএসসি পরীক্ষার্থী এবং কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের লালারচক গ্রামের ইদ্রিস আলীর পুত্র।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারী সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে স্কুলে প্রবেশপত্র আনার উদ্দেশ্যে বের হয়, কিন্তু বিকেল পর্যন্ত সে আর বাড়ি ফিরে আসে নি। পরিবারের সদস্যরা তার স্কুলে ও সহপাঠীদের কাছে খোঁজ নিয়ে জানতে পারেন শাহীন আহমদ ঐ দিন স্কুলে যায় নি। তারা সম্ভাব্য সকল স্থানে ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করে শাহীন আহমদের কোন সন্ধান না পেয়ে গতকাল সোমবার শাহীন আহমদের চাচাতো ভাই আলী আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় সাধারণ ডায়রী করেন। থানার জিডি নং- ১১২।
যদি কেউ নিখোঁজ শাহীন আহমদের সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৪৬-২৩২৮৭২, ০১৭৬১-২১৮২৯১ নাম্বারে যোগযোগ করার জন্য অনুরোধ করেন পরিবারের স্বজনরা।