আকতার হোসেন ভুইয়াঃ
“আমি আছি আমি থাকব ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে মেডিকেল অফিসার ডাঃ শোয়েব মোঃ শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ক্যান্সার রোগ বিষয়ে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ জীবন চন্দ্র দাস, ডাঃ আরিফুর রহমান, ডাঃ আল আমিন, ডাঃ রিয়াসাত-ই-আলম ও ডাঃ বিলকিস হাবিব প্রমূখ। সভায় চিকিৎসকসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।