মৌলভীবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

খ ম জুলফিকার, মৌলভীবাজার থেকেঃ 
“পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২০ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন, জেলা সরকারি গণগ্রন্থাগার এর আয়োজনে ৫ ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা সরকারি গনগ্রন্থাগারের প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র‌্যালী শেষে জেলা সরকারি গণগ্রন্থাগারের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: মামুনুর রশিদ। জুনিয়র লাইব্রেরিয়ান মো: জালাল উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা পাবলিক লাইব্রেরির আজীন সদস্য খিজির মুহাম্মদ জুলফিকার।
সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সরকারি গণ-গ্রন্থাগারের লাইব্রেরিয়ান মো: হাবিবুর রহমান। পরে বই পড়া প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
শেয়ার করুন