টরন্টোতে প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন নিয়ে ABEO’র সেমিনার সম্পন্ন

২৫শে জানুয়ারি টরন্টোতে প্রকৌশলীদের পেশাগত উন্নয়ন নিয়ে Association of Bangladeshi Engineers of Ontario (ABEO)’র সেমিনার সম্পন্ন হল।

কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের পেশাগত উন্নয়নে সহায়তা দিতে এবিইও এর উদ্যেগে ডেনফোর্থের এক্সেসপয়েন্টে ‘পেশাগত উন্নয়ন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হল। সকাল ১০:০০টায় শুরু হয়ে এই সেমিনার টানা বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলেছে। এই সেমিনারে কানাডায় প্রকৌশল ও আইটি পেশায় উন্নয়নের নানা দিক নিয়ে পাঁচটি প্রবন্দ উপস্থাপিত হয়। অনুষ্ঠানের শুরুতে আগত সকল প্রকৌশলীদের স্বাগত জানিয়ে সেমিনারটি উদ্বোধন করেন এবিইও এর প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ রেজাউর রহমান।

প্রথমে এবিইও এর ডিরেক্টর বদিউল আলম লিটন এর পরিচালনায় ‘Current IT Market Demand and Future Trends’ প্রবন্ধটি উপস্থাপন করেন সেন্টেনিয়াল কলেজের অধ্যাপক ডঃ মিজানুর রহমান। IT Security, Artificial Intelligence (AI), Data Science, Cryptography, Blockchain, Cybersecurity, এবং Security Architect এর উপরে নানাদিক এবং গবেষণার সফলতা তুলে ধরা হয় এই উপস্থাপনায়। আবিইও এর ডিরেক্টর রাসেল সিদ্দিকির পরিচালনায় দ্বিতীয় পরবন্ধ ‘How to Finance your business through Canada small business Finance Loan‘ উপস্থাপন করেন CIBC এর কর্মকর্তা মিঃ অজয় শ্রেষ্ঠা। কানাডায় সহজে ব্যক্তিগত উদ্যেগে ক্ষুদ্র উদ্যেক্তা হিসেবে বিভিন্ন ব্যবসা এবং উচ্চতর ডিগ্রীর জন্য সিআইবিসি ব্যাঙ্ক থেকে কিভাবে লোন নেওয়া যেতে পারে তার বিষদ আলোচনা করা হয়।

তৃতীয় পরবন্ধটি ‘Volunteering in public and private sector engineering field’ উপস্থাপন করেন Professional of Enginners Ontario (PEO)এর প্রেসিডেন্ট মিস মারিসা স্টারলিং এবং সেশনটির সঞ্চালনায় ছিলেন এবিইও’র ডিরেক্টর প্রকৌশলী হাবিবুর রহমান। প্রকৌশল পেশায় বৈচিত্র্য, পেশাদারিত্ব এবং নেতৃত্বে উন্নয়নের পাশাপাশি প্রকৌশলীরা কিভাবে অন্টারিওতে মানব সেবায় আরো ভুমিকা রাখতে পারে মিস মারিসা খুব সাবলীল ভাবে তার উপস্থাপনায় বর্ণনা করেন।

এ পর্যায়ে সেমিনারের প্রাইম স্পন্সর টরন্টোর অন্যতম রিয়েলটর প্রকৌশলী মহি রাহমাত উল্লাহকে উপস্থিত সকলের সংগে পরিচয় করিয়ে দেন এবিইও’র ডিরেক্টর প্রকৌশলী পারভেজ আক্তার। এবিইও’র পক্ষ থেকে মিঃ মহিকে ক্রেস্ট প্রদান করে কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানানো হয়। প্রাইম স্পন্সর মিঃ মহির সংক্ষিপ্ত বক্তব্যের অব্যবহিত পরেই এবিইও এর ডিরেক্টর প্রকৌশলী রেজা সাত্তার উপস্থিত সকলকে মধ্যহ্ন ভোজনে অংশ গ্রহন করার জন্য আহবান জানান।

মধ্যাহ্ন বিরতির পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শুরুতে Destination CEO এর সিইও মিস মিনা দউল্ভানি ‘Resume Tips for Newcomers – Internationally Educated Engineers’ প্রবন্ধটি উপস্থাপন করেন। মিস মিনা 7steps to job search, Customized Resume, Informational Interviews এবং Networking এর উপর বিষদ আলোচনা করেন। এই পর্বটি পরিচালনা করেন এবিইও এর ডিরেক্টর প্রকৌশলী মাহফুজ আলম।

সেমিনারের ৫ম এবং শেষ সেশনটি পরিচালনা করেন এবিএও এর ডিরেক্টর প্রকৌশলী নওশের আলী এবং “Improvement of Quality by Robust Design” প্রবন্ধটি উপস্থাপনা করেন শেরিডান কলেজের অধ্যাপক/স্পিকার ডঃ মোজাম্মেল খান। যে কোন প্রডাক্ট এর মান উন্নয়ন ও নিয়ন্ত্রণে “Taguchi’s Robust Design Method” এর উপর ডঃ খান এর অনবদ্য উপস্থাপনা ও আলোচনায় অনেকেই সক্রিয় ভাবে অংশ গ্রহণ করে।

এবিইও এর ডিরেক্টর এবং শেরিডান কলেজের অধ্যাপক ডঃ আলী তারিক এর সার্বিক সঞ্চালনায় এবং পরিকল্পনায় পুরো সেমিনারটি অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে সম্পন্ন করা হয়। অনুষ্ঠানটির স্থির চিত্র এবং ভিডিও ধারন করেন এবিইও’র নির্বাহী সদস্য প্রকৌশলী মির্জা রহমান, ডিরেক্টর কাজি বদিউল আলম লিটন এবং প্রকৌশলী আবু সাঈদ।

কানাডায় বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের এই সেমিনারে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপনসহ সেমিনারের সমাপ্তি ঘোষণা করেন ABEO’র সহ সভাপতি প্রকৌশলী ইউসুফ তালুকদার।

বিজ্ঞপ্তি

শেয়ার করুন