ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি

মৌলভীবাজার প্রতিনিধি.
সাবেক চিফ হুইপ, মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেছেন ,ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু রাষ্ট্র। মহান স্বাধীনতা যুদ্ধে ভারত সরকারের অবদান কোনদিন ভুলার নয়। ভারতীয় জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করায় তিনি ভারত সরকারকে ধন্যবাদ জানান।
৭ ফেব্রুয়ারী শুক্রবার বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জে সিলেটস্থ ভারতীয় হাইকমিশনে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার শ্রী এল কৃষ্ণ মূর্তির উপস্থিতিতে বাইসাইকেল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
কমলগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে চা শ্রমিক নেতা নীরদ পাসীর সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেযারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আশেকুল হক, পৌরসভার মেয়র জুয়েল আহমেদ।
ভারতীয় হাই কমিশনারের সহায়তায় সিলেট বিভাগের ৫টি উপজেলার কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ি, শ্রীমঙ্গল, হবিগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের পিছিয়েপড়া নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, মণিপুরী, পাঙাল, হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের দরিদ্র-মেধাবী ৮ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণীর ১৫০ শিক্ষার্থী মধ্যে ভারতীয় অর্থায়নে বাইসাইকেল প্রদান করা হয়। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে।
শেয়ার করুন