মৌলভীবাজার প্রতিনিধি.
বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত রুহিনের হত্যার বিচার ও ঘাতক ট্রাকসহ চালককে আটকের দাবিতে কমলগঞ্জে মুন্সিবাজার-ভৈরবগঞ্জ আঞ্চলিক সড়ক দিনব্যাপী সড়ক অবরোধ করে নির্মাণ শ্রমিকরা।
৭ ফেরুয়ারী শুক্রবার সকাল ৯ টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার মুন্সিবাজার-ভৈরবগঞ্জ সড়ক অবরোধ করে রাখে নির্মাণ শ্রমিকরা। এতে সড়কে চলাচলকারী যানবাহন ও বালু বোঝাই ট্রাক আটকা পড়ে। মৌলভীবাজার ও কমলগঞ্জ উপজেলা নিমার্ণ শ্রমিক সংগঠনের আহবানে এ অবরোধ পালিত হয়।
এদিকে গতকাল বৃহস্পতিবার নিহত রাজমিস্ত্রী রুহিনের জানাজার নামাজ বিকাল ৫টায় অনুষ্টিত হয়। পরদিন শুক্রবার সকাল ৯টায় এলাকাবাসী ও নিমার্ণ শ্রমিকরা মুন্সিবাজার- ভৈরবগঞ্জ সড়কের মৃত্তিঙ্গা চা বাগান নামক স্থানে শতাধিক লোক সমবেত হয়ে সড়কে নিহত রুহিন হত্যার বিচার দাবী ও পরিবহনকৃত বালুর ট্রাক আটকের দাবীতে অবস্থান নেয়।
এ সময় তারা রাস্তায় বসে যানচলাচলে বাঁধা দেয়। কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও অবরোধকারীরা অবরোধ চালিয়ে যায়। এসময় মৃত্তিঙ্গা নামক এলাকায় পরিবহনকারী ১০/২০টি বালুর ট্রাকসহ সিএনজি গাড়ি আটকা পড়ায় পুরো যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
অবরোধ চলাকালে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা নিমার্ণ শ্রমিক কমিটির অর্থ সম্পাদক সাইফুর রহমান ও তাজুদ আলী, সমাজকল্যান সম্পাদক লোকমান হোসেন ও কমলগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক শাখার সভাপতি জয়নাল আবেদীন প্রমুখ। পরে বিকাল ৪ টায় পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
মৌলভীবাজার জেলা নির্মাণ সম্পাদক মতিউর রহমান বলেন, মৃত্তিঙ্গা এলাকার বালু ঘাট হতে সন্ধ্যায় বালু নিয়ে যাবার সময় বালু বোঝাই ট্রাক বিল্ডিং নির্মাণ শ্রমিক রুহিনকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা ঘাতক ট্রাককে আটকের দাবীতে এ অবরোধ করেছি। আন্দোলন অব্যাহত থাকবে।
অপরদিকে নিহতের পরিবারে শোকের মাতম চলছে । ১০/ ১২ দিন আগে নিহত রুহিনের বিয়ে কাবিনও রেজিষ্টারী হয়। কিন্তু আর বিয়ের পিঁড়িতে বসতে হবে না তার। বাবা নানু মিয়া বলেন, আমার সব শেষ। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার রাতে মৃত্তিঙ্গা এলাকা হতে বালুনিয়ে যাবার সময় দ্রুতগামী ট্রাক বাইসাইকেল আরোহী রুহিন মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।