মৌলভীবাজারে স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস পালিত

১৪ই ফেব্রুয়ারি “স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস” উপলক্ষ্যে আজ ১৩ই ফেব্রুয়ারি ২০২০ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ঃ৩০ মিনিটে মৌলভীবাজার চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক ছাত্র সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাধারন সম্পাদক মারুফ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি বিশ্বজিৎ নন্দী।
সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজিবুল ইসলাম তুষার, কুলাউড়া উপজেলা সংগঠক প্রীতম দাস, শহর শাখার সদস্য সীমান্ত দাস, বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক আবু তালেব প্রমূখ।
বক্তারা ১৪ই ফেব্রুয়ারি “স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস”কে জাতীয় দিবস ঘোষনা করার দাবি জানান। এছাড়াও এরশাদ সরকারের মজিদ খান শিক্ষা কমিশনের মত বর্তমানের সাম্প্রদায়ীক ও ছাত্র স্বার্থ বিরোধী সকল বানিজ্যিক ও অসাধু শিক্ষাচক্র বিলুপ্তির দাবি জানান। এবং ১৪ই ফেব্রুয়ারিকে ” স্বৈরাচার বিরোধী ছাত্র প্রতিরোধ দিবস” হিসেবে পালন করতে সকল স্তরের সর্বসাধারনকে আহবান করেন।
শেয়ার করুন