কিশোরগঞ্জ ব্র্যাক আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করলেন বিসিএস ক্যাডাররা

এএসএম সা’-আদাত উল করীম:

লোক প্রশাসন ট্রেনিং কেন্দ্র (পিএটিসি) ৭০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন ক্যাডারের ১৩ জন প্রশিক্ষণার্থী ১৬ ফেব্রুয়ারি বিকেলে ব্র্যাকের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের উদ্দেশ্যে ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, কিশোরগঞ্জ পরিদর্শন করবেন। ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান এবং জেলায় চলমান বিভিন্ন কর্মসূচির উপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সবশেষে প্রশ্নোত্তর পর্বে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলাম, আরএম (ইউপিজি) মোঃ কাজীউল কুজ্জাত খান ও মানব সম্পদ কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম কিশোরগঞ্জ।
প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে সহযোগিতার জন্য ব্র্যাককে ধন্যবাদ জানান এবং কর্মক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 

শেয়ার করুন