স্টাফ রিপোর্টার: দলের তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও সুদৃঢ় করতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে ১৭ ফেব্রæয়ারী সোমবার শহরের একটি কমিউনিটি সেন্টারে কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জাকির হোসেন উজ্বলের সভাপতিত্বে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিতের সঞ্চলায় কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শহীদ উল্লাহ তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (সিলেট বিভাগ) মো: আনসার উদ্দিন,কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান দিপু সরকার,কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল,কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ,কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মিয়া মো: ইলিয়াছ। কর্মীসভায় জেলার ৭টি উপজেলা, পৌর ও জেলা কমিটির সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মীসভা দুপুর থেকে শুরু হয়ে মধ্য বিরত দিয়ে চলে বিকেল পর্যন্ত। কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জেলা ও উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা মাঠ পর্যায়ে তাদের সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে নানা পরামর্শমূলক বক্তব্য দেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন সাবেক তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী আপোষহীন নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্যপ্রণোদিত রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। তাঁর শারিরীক অবস্থা চরম অবনতি হলেও তাঁকে সুচিকিৎসার জন্য মুক্তি দিচ্ছেনা এই অবৈধ সরকার। একই ভাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক জিয়াকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশে ফিরতে দিচ্ছেনা। বিনা ভোটের সরকার জোর করে ক্ষমতা কুক্ষিগত করছে। দেশে গণতন্ত্র,ন্যায় বিচার,আইনের শাসন আজ ভূলুন্ঠিত। দমন নিপিড়নের মাধ্যমে বিরুধী দল ও মতকে থামিয়ে দেওয়া হচ্ছে। দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে সুকৌশলে দেশের অর্থনীতির সব খাতগুলো ধ্বংস করা হচ্ছে।
বক্তারা বলেন দেশকে বাঁচাতে,দেশের গণতন্ত্র বাচাঁতে ও দেশের মানুষকে বাঁচাতে গণতন্ত্র, দেশ ও জনতার অতন্দ্রপ্রহরী জাতীয়তাবাদী যুবদলকে আরো সুসংগঠিত হতে হবে। যুবদলের প্রতিটি কর্মীকে রাজপথের আন্দোলন ও সংগ্রামকে আরো গতিশীল ও বেগবান করতে প্রকৃত দেশপ্রেমীক ও জিয়ার সৈনিকের ভূমিকা রাখতে হবে। হামলা মামলার ভয়ে রাজপথ থেকে সটকে পড়া যাবেনা। সক্রিয় আন্দোলনের মাধ্যমে জাতির উপর জোর করে চেপে বসা এই জালিম সরকারকে উৎখাত করতে হবে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন রাজপথে দূর্বার আন্দোলনের জন্য দলের তৃণমূলও শক্তিশালী হওয়া প্রয়োজন। সে জন্য তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশে দলের তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল ও নেতাকর্মীদের সুসংগঠিত করতে আজকের এই কর্মীসভা। খুব শিগগিরই দলের জেলা ও উপজেলাসহ তৃণমূলের কমিটি হবে। আর সেখানে দলের নিবেদীত যোগ্য কর্মীরাই ঠাঁই পাবেন। কর্মীসভায় বেগম খালেদা জিয়াসহ মিথ্যা মামলায় কারাঅন্তরীণ রাজবন্দী সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তির দাবি জানানো হয়।