জমির প্রস্তাবে সাড়া না দিলেও কক্সবাজার ও চট্রগ্রাম বিমানবন্দরে সেবা যাতে ত্রিপুরা রাজ্য পায় আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা—

সাইফুল ইসলাম
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন,ত্রিপুরার রাজধানী আগরতলায় বিমানবন্দর করার জন্য ভারতকে জমি দেওয়ার প্রস্তাবে সাড়া না দিলেও কক্সবাজার ও চট্রগ্রাম বিমানবন্দরে সেবা যাতে ত্রিপুরা রাজ্য পায় সেজন্য উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ।
বৃহস্পতিবার (২০ ফেব্রæয়ারি) ভারতের ত্রিপুরার আগরতলায় দুই দিনব্যাপী ভারত-বাংলা পর্যটন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য এসব কথা জানান মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, বিমানবন্দরের জন্য বাংলাদেশ জমি দিতে রাজি না হলেও ঢাকা-আগরতলা বিমান চলাচল শুরুর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে মঞ্চে নৃত্য পরিবেশন করছেন ত্রিপুরার শিল্পীরা। ত্রিপুরা রাজবাড়ী হিসেবে খ্যাত উজ্জয়ন্ত প্রাসাদে পর্যটন উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য ও সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ, ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, ত্রিপুরা রাজ্যের পশ্চিম আসনের সংসদ সদস্য (এমপি) প্রতিমা ভৌমিক ও আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার কিরীটি চাকমা।
এউৎসবে আরও অংশ নিয়েছেন মৌলবীবাজার কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক পৌর মেয়র মো.জুয়েল আহমদসহ মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা।
শেয়ার করুন