সভাপতি রমা কান্ত -সম্পাদক রুহেল

সভাপতি রমা কান্ত -সম্পাদক রুহেল

স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে রমা কান্ত দাস গুপ্ত সভাপতি ও মো মাহববুবুল আলম রুহেল সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
২৭ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সন্ধ্যায় ভোট গণনা শেষে তাদের বিজয়ী ঘোষণা করে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন। ২০২০ সালের বার্ষিক নির্বাচনে ৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১১ জন আইনজীবী প্রার্থী। সন্ধ্যায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ।
নির্বাচনের ফলাফল ঘোষণায় তাকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার। ঘোষিত ফলাফল অনুযায়ী রমা কান্ত দাস গুপ্ত সভাপতি ১৩৮ ভোট, সহ সভাপতি মামুনুর রশিদ ১৭৭ ভোট, মোঃ মাহববুবুল আলম রুহেল সম্পাদক সম্পাদক ১৬৪ ভোট, সহ সম্পাদক দিপক ধর ২০১ ভোট পেয়ে নির্বাচিত হন।
বিনা প্রতিধন্ধিতায় নির্বাচিত হন লাইব্রেরী সম্পাদক এডভোকেট অনিরুদ্ধ চক্রবর্তী, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট সৈয়দ সিরাজুল ইসলাম।
সদস্য নির্বাচিত হয়েছেন :- এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট নিয়ামূল হক, এডভোকেট আব্দুস সালাম, এডভোকেট সালেহ আহমদ রিপন, এডভোকেট হেলাল খান।
এছাড়া নির্বাচনে সভাপতি প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট আজাদ ১০৭ ভোট, এডভোকেট কামাল ১১১ ভোট, সহ সভাপতি প্রতিদ্বন্দ্বিতায় কাজল দেবনাথ ১৩৬৪ ভোট, সাধারণ সম্পাদক প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট আব্দুল খালিক ১৫৯ ভোট, ও এডভোকেট দেলোয়ার হোসেন ৩৪ ভোট, যুগ্ম সম্পাদক প্রতিদ্বন্দ্বিতায় এডভোকেট জাহাঙ্গীর ১১৫ ভোট ,এডভোকেট হারুন ৩৯ ভোট পেয়েছেন।
শেয়ার করুন