আজিজুর রহমানকে জীবনচক্র থিয়েটারের ফুলের শুভেচ্ছা

সাংস্কৃতিক পৃষ্টপোষক, নাট্য ব্যাক্তিত্ব ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানকে স্বাধীনতা প্রদকের (রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা) জন্য মনোনিত হওয়ায় মৌলভীবাজার জীবনচক্র থিয়েটারের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

২৬ ফেব্রুয়ারী বুধবার দুপুরে জেলা পরিষদের কার্যালয়ের নিজ কক্ষে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মহিলা সদস্য (সংরক্ষিত) সৈয়দা জেরিন আক্তার, জীবনচক্র থিয়েটারের সভাপতি আনোয়ার হোসেন দুলাল, নির্বাহী সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবর, সিনিয়র সদস্য অজয় সেন, সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সাংগঠনিক সম্পাদক অজয় দাস, আব্দুর রউফ ও অনিক সেন প্রমুখ।

শেয়ার করুন