মাদক ও ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ বিরুদ্ধে প্রবল প্রতিবাদ গড়ে তোলা আহ্বান

শহর সংবাদদাতা.
পুলিশ সুপার মো. ফারুক আহমেদ পিপিএম (বার) যোগদানের পর মাদক ও ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গিবাদ বিরুদ্ধে প্রবল প্রতিবাদ গড়ে তোলা আহ্বান জানান।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি দুপুরে মৌলভীবাজার শহরের বিভিন্ন স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের ইভটিজিং প্রতিরোধ সেল বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন করেন জেলা গোয়েন্দা শাখা।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় জানান,পুলিশ সুপারের নির্দেশনায় আজ বৃহস্পতিবার শহরের মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ,সরকারি কলেজ, হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়,আলী আমজাদ সরকারের বিদ্যালয় শহরের বিভিন্ন স্থানে ইভটিজিং বাল্যবিবাহ, ডোমেস্টিক ভায়োলেন্স,গুডটাচ, ব্যাডটাচ এর সম্বন্ধে প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়।
তিনি আরো বলেন ৯৯৯ কল করলে তাৎক্ষণিক পুলিশ সুপার, মৌলভীবাজার মডেল থানা, জেলা গোয়েন্দা,পুলিশ কন্ট্রোল রুমের মোবাইল নাম্বার পাওয়া যাবে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান, ইভটিজিং বাল্যবিবাহ ধরা পরলে তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
শেয়ার করুন