মৌলভীবাজার প্রতিনিধি.
ভারতে মুসলমানদের ওপর,মসজিদ-মাদ্রাসা ও বাড়ি-ঘর, দোকানপাটে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে আনুজমানে আল ইসলাহ্ শ্রীমঙ্গল উপজেলা শাখা।
শুক্রবার বাদ জুমা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৌর শহরের কলেজ রোডস্থ শ্রীমঙ্গল জামে মসজিদ থেকে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ্ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের চৌহমুনা চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. নাছির উদ্দিন’র সভাপতিত্বে ও তালামীয সভাপতি ছাত্রনেতা সোহাগ আহমদ’র পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ যুগ্ন সাধারণ সম্পাদক মাওলানা মো. রাশিদ আলী, আল ইসলাহ উপজেলা র্নিবাহী সদস্য ও সাবেক পৌর সাধারণ সম্পাদক মো.আনোয়ার হোসেন জসিম, আল ইসলাহ পৌর শাখার যুগ্ম সাধারন সম্পাদক ফয়েজ আহমদ’সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ভারতে সাম্প্রদায়িক মোদি সরকার মুসলমানদের ওপর হামলা,মসজিদে অগ্নিসংযোগ ও নির্যাতন চালাচ্ছে। এতে পৃথিবীর মুসলমানদের ঈমানে আঘাত করেছে। মুজিববর্ষে যেন এই মোদি সরকার বাংলাদেশে আসতে দেওয়া না হয়। অন্যতায় এই দেশের মুসলমানরা কঠোর আন্দোলন গড়ে তোলবে।
পরে ভারতের মুসলমানদের সাহায্য কামনা করে সমাবেশে মোনাজাত করেন শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী।