- বিশেষ প্রতিনিধি: ভারতের দিল্লিতে সংখ্যালগুদের উপর হামলা, তাদের বাড়িঘর ও ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার।
- বুধবার দুপুরে শহরের চৌমোহনায় আয়োজিত বিক্ষাভ সমাবেশে সিপিবি জেলা কমিটির সংগঠক জহর লাল দত্তের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজারের সভাপতি মকবুল হোসেন।
- এসময় বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়র মো. ফিরোজ, বাসদ মৌলভীবাজারের আহবায়ক মঈনুর রহমান মগনু, সিপিবি মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, কৃষক ক্ষেতমজুর ফ্রন্টের সংগঠক কৌশক দে, ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি সুবিনয় রায়, ছাত্র ফ্রন্টের বিশজিত নন্দী।
- এসময় বক্তারা দিল্লি হামলার প্রতিবাদ করে মুজিববর্ষে নরেন্দ্র মোদীকে বাংলাদেশে না আনার আহবান জানান।
ভারতের দিল্লিতে ধর্মীয় প্রতিষ্ঠানে অগ্নি সংযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাম গণতান্ত্রিক জোট
শেয়ার করুন