বিজিবি সূত্রে জানা যায়, মুড়াইছড়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নাজমুল হাসানের নেতৃত্বে একটি দল টহলের দায়িত্বে ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মুড়াইছড়া চা বাগান এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভারতীয় ইয়ারগান (নতুন) ও একটি সিএনজি চালিত অটোরিকশাসহ আদিবাসী যুবক ইউট ও তাঁর সহযোগী সিএনজি চালক নিতাই দেবকে আটক করে।
এদিকে জানা যায়, আটককৃত এই ইউট ও তার ভাই কুকিজুড়ী পুঞ্জির মন্ত্রী টু কয়েক বছর আগে আতিয়ার রহমান নামে এক বন কর্মকর্তাকে অস্ত্রের মুখে অবরূদ্ধ করে রাখে। পরে কুলাউড়া থানা পুলিশ, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা ওই বন কর্মকর্তাকে উদ্ধার করেন।