ফিনলে টি কোম্পানির সেলস এন্ড ডিস্ট্রিবিউটর কনফারেন্স অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি.
ফিনলে টি কোম্পানির সারাদেশের সেলস এন্ড ডিস্ট্রিবিউটরদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালিশিরা ভ্যালী ক্লাবে কনফারেন্স-২০২০ অনুষ্ঠিত হয়েছে।

৫ মার্চ বৃহস্পতিবার দিনব্যাপী শ্রীমঙ্গলের বালিশিরা ভ্যালী ক্লাবে এই কনফারেন্স সারাদেশে নিয়োগকৃত ১৪০জন ডিস্টিবিউটর অংশ নেন।
অনুষ্ঠানে ফিনলে টি কোম্পানির জেনারেল ম্যানেজার (পলিবেগ ডিভিশন) মোর্শেদ আহমেদ চৌধুরীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ফিনলে চা বাগানের ডিরেক্টর শওকত আলী চৌধুরী।
বক্তব্য রাখেন ফিনলে টি কোম্পানির চীফ এক্সিকিউটিভ  তাহসিন চৌধুরী ও চীফ এক্সিকিউটিভ অফিসার এস এ এ মাসরুর। এসময় উপস্থিত ছিলেন ফিনলে টি কোম্পানির সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান ও ভাড়াউড়া ডিভিশনের জেনারেল ম্যানেজার গোলাম মোহাম্মদ শিবলীসহ অনেকে।
ডিস্টিবিউটারের মধ্য বক্তব্য রাখেন- বরিশালের কবির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হুমায়ূন কবির ও মনোয়ার হোসেন কামালসহ প্রমুখ।
কনফারেন্সে ফিনলে টি কোম্পানির ডিরেক্টর শওকত আলী চৌধুরী বলেন, “ফিনলে দেশীয় ব্যবস্থাপনায় অনেক উন্নত চা তৈরি এবং চায়ের গুনগত মান অনেক বৃদ্ধি পেয়েছে। গত ১০ বছরে এভারেজ অকশনে আমাদের চায়ের দাম ২০ থেকে ৫০ টাকা বেশী বৃদ্ধি হয়েছে। কিন্তু দু:খের বিষয় আমাদের ডিটেইল সেক্টরে আমরা দিন দিন পিছিয়ে গেছি। আসলে এই দায়িত্ব আপনাদের না, সম্পূর্ণ আমাদের। চায়ের গুণগত মান যত বৃদ্ধি পেয়েছে, এর জন্য আমি সম্পূর্ণ ক্রেডিট দিতে চাই আমদের টি প্ল্যান্টার ভাইদেরকে। যারা সারাক্ষণ প্লান্টে আছে, বাগানে আছে, এবং বাগানের ডেভেলাপমেন্টের জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা যেন সামনে এগিয়ে যেতে পারি, আমাদের পরিচিতি শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বেই যেন আমরা পরিচিতি পেতে পারি। ফিনলে চায়ের পুরনো দিন যেন ফিরে পেতে পারি”।
সবশেষে কনফারেন্সে যোগ দেয়া সকল অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন, ধন্যবাদ জ্ঞাপন ও ডিস্ট্রিবিউটারদের হাতে পুরস্কার তুলে দেন চা বাগান সংশ্লিষ্টরা। পরে দুপুরের প্রীতিভোজ এবং বিকালে সংগীত পরিবেশন শেষে নৈশভোজে অংশগ্রহণের মধ্য দিয়ে সমাপ্ত হবে কনফারেন্স।
শেয়ার করুন