জালালাবাদবার্তা ডেস্কঃ
জালালাবাদবার্তা.কম এর সম্পাদক রুহুল কুদ্দুছ চৌধুরীর ছেলে রাদিউল বারী চৌধুরী রাদি’র দ্রুত সুস্থতা কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ভিক্টোরিয়া পার্ক ও সেইন্ট ক্লেয়ারের পাশে নব নির্মিত ইসলামিক রিসার্স ইন্টিটিউট (১ স্টেমফোর্ড স্কয়ার নর্থ, স্কারবরো) তে ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরীব এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে টরন্টোর বাংলাদেশি কমিউনিটির সকল সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যবসায়ি, রিয়েলেটর ও গনমাধ্যম ব্যক্তিত্ব। দোয়ায় অংশগ্রহন করেন বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের পুরুষ, মহিলা ও শিশু কিশোর। রাদির বর্তমান ও পূর্বের স্কুলের শিক্ষক, শিক্ষিকা, সিককিডস্ হাসপাতালের চিকিৎসক, এমপিপি ডলি বেগম সহ সপরিবারে দোয়ায় অংশগ্রহন করেন পাঁচ শতাধিক আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খীরা।
দোয়া পরিচালনা করেন ইসলামিক রিসার্স ইন্টিটিউটের ইমাম হযরত মুফতি আসলাম হোসেন আযাহারী সাহেব।
প্রসঙ্গত, গত ২৬ মে ২০১৯ সালে টরন্টোর স্কারবোরোতে এক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে রাদি এখনো শয্যাসায়ী। দীর্ঘ ৮ মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩০ জানুয়ারি ২০২০ রাদি বাসায় ফিরে। তখন থেকে বাসায়ই রাদি’র চিকিৎসা চলছে। রাদি’র পরিবার বিশ্বাস করেন সকলের দোয়ায়ই রাদি বেঁচে আছে এবং এই দোয়া অব্যাহত থাকলে শীঘ্রই রাদি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে।
দেশের আলো পরিবারের পক্ষ থেকে খুব তাড়াতাড়ি তার সম্পূর্ণ সুস্থতা কামনা করছি।
সম্পাদনায়-সাইফুল-