দেশে ৮০ হাজার চিকিৎসক ৯৯ দশমিক ৯৯ ভাগ মানুষের চিকিৎসা সেবা দিচ্ছে-বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল

মৌলভীবাজার প্রতিনিধি.
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, দেশে ৮০ হাজার চিকিৎসক ৯৯ দশমিক ৯৯ ভাগ মানুষের চিকিৎসা সেবা দিয়ে আসছে। মানুষ এখন সিঙ্গাপুর, হংকং ও মালয়েশিয়ার মতো দেশের চিকিৎসা-সেবা চায়। কিন্তু সেই সেবা দিতে দেশে বিষেশজ্ঞ চিকিৎসক তৈরী হচ্ছে না।
৬ মার্চ শুক্রবার রাতে এসোসিয়েশন অব পেডিয়াট্রিক সার্জনস অব বাংলাদেশ এর আয়োজনে ৮ম জাতীয় সম্মেলন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ হোটেলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সুযোগ সুবিধা পেলে দেশের চিকিৎসকরাও এদেশেই উন্নত চিকিৎসা সেবা দিতে সক্ষম হবে। এজন্য যোগ্য ও বিষেশজ্ঞ চিকিৎসক তৈরীতে বিদ্যমান সব বাঁধা দূর করতে হবে।
অনুষ্ঠানে শিশু সার্জারিতে বিশেষ অবদানের জন্য “অধ্যাপক কামরুজ্জামান লাইফ টাইম অ্যাচিভমেন্ট স্বর্ণপদক” প্রদান করা হয় ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডা. আব্দুর রাহেদ খানকে।
বিএমএ সভাপতি অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি মেডিকেল ট্রাস্ট এর চেয়ারম্যান অধ্যাপক ডা. কাজী কামরুজ্জামান, সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল ডা. ইউনুস, অধ্যাপক ডা. কবিরুল ইসলাম, অধ্যাপক ডা. তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা. এহসানুল হক কাজল ও ওসাকা মেডিকেল সেন্টার জাপানের অধ্যাপক আকিত কুবুতা।
এছাড়া এপিএসবির জয়েন্ট সেক্রেটারী অধ্যাপক ডা. মির্জা কামরুল জাহিদ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশ ভোজের আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এতে দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মেডিক্যাল সেন্টারের শতাধিক শীর্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন।
শেয়ার করুন