মৌলভীবাজার স্কাউটার দানিয়াল স্মরণে শোক সভা আদর্শ স্কাউট ও মানুষ হওয়ার আহ্বান–পরিবেশ ও বন মন্ত্রী’র

মৌলভীবাজার প্রতিনিধি.
দেশ এবং জাতিকে এগিয়ে নিতে হলে স্কাউটের বিকল্প নেই। স্কাউট সদস্যদের আদর্শ স্কাউট ও মানুষ হতে হবে এবং যথাযথভাবে নিজ দায়িত্ব পালন করতে হবে। দানিয়ালও তেমন একজন আদর্শ মানুষ ও আদর্শ স্কাউটার ছিলেন। তার চলে যাওয়াটা মেনে নেয়া যাচ্ছে না। তিনি সর্বদা দেশের ও মানুষের কল্যাণে কাজ করেছেন।
মৌলভীবাজার জেলা ও সিলেট স্কাউটের আয়োজনে পাঁচ দিনব্যাপী স্কাউট সমাবেশের দ্বিতীয় দিনে শুক্রবার বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্কাউটার মরহুম সৈয়দ বুলন্দ মুনির দানিয়াল এর শোক সভা ও দোয়া মাহফিলে পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
মন্ত্রী আরও বলেন, আমি দানিয়ালকে একদিন রাষ্ট্রপতির কাছে নিয়ে গেছি। তার ইচ্ছা ছিলো মৌলভীবাজার কিংবা সিলেটে স্কাউটের যে কোনো অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে উপস্থিত করানো। দানিয়াল এভাবে চলে যাবে আমরা ভাবতেই পারিনি।
তিনি উপস্থিত স্কাউটদের উদ্দেশ্যে বলেন, তোমরা দানিয়ালকে আর পাবে না। কিন্তু তার আদর্শগুলো পাবে। তোমরা যেনো দানিয়ালের মতো হতে পারো। এসময় তিনি বলেন, মৌলভীবাজার জেলায় দানিয়ালের নামে স্কাউট ভবন নির্মাণ হবে। আমরা তাকে চিনদিন স্মরণ রাখতে চাই। যতদিন মৌলভীবাজার থাকবে, যতদিন স্কাউট থাকবে ততদিন যেনো স্কাউটের মধ্যে দানিয়াল বেচে থাকে।
এসময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশীদ, পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ, বাংলাদেশ স্কাউটের মৌলভীবাজার জেলার সহ-সভাপতি মিছবাহুর রহমান, সদর উপজেলার নির্বাহী অফিসার শরিফুল ইসলাম, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, সৈয়দ নৈওশর আলী খোকন, বাংলাদেশ স্কউটসের মৌলভীবাজার জেলার কমিশনার খয়রুজ্জামান শ্যামল, মুকাব্বির আলী, মরহুম দানিয়ালের সহধর্মীনি ইসরাত জাহান, খালেদ চৌধুরী, মশাহিদ আহমদ চুন্নু ও মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন প্রমূখ।
জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, এই যে তারা (স্কাউট সদস্যরা) আমাকে ধরে ধরে নিয়ে এলো বক্তব্য দেয়ার জন্য। সেই দানিয়ালও আমাকে সকল অনুষ্ঠানে এভাবে নিয়ে যেতো। তার এই কর্ম কোনোদিন ভুলার নয়। আল্লাহ যেনো তাকে জান্নাতবাসী করেন।
সংসদ সদস্য নেছার আহমেদ তার বক্তব্যে স্কাউটদের উদ্দেশ্যে বলেন, স্কাউটরা দানিয়ালকে হারিয়েছে মানে অনেক কিছু হারিয়েছে। সে অত্যন্ত মেধাবী ও কর্মঠ ছিলো। তার বিকল্প আরেকজন দানিয়াল খুঁজে পাওয়া অনেক কঠিন। তার এই খালি হওয়া জায়গাটুকু যাতে তোমরা সবাই পূরণ করতে পারো, সে লক্ষে কাজ করে যাও। তোমরা সবাই যেনো দানিয়ালের মতো হতে পারো।
এ সময় মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সদরের স্কাউট সদস্য, সুধী ও বিভিন্ন স্থরের শুভাকাংঙ্খীরা উপস্থিত ছিলেন।
স্কাউট সমাবেশে মৌলভীবাজার সদর উপজেলার ৩৯ টি স্কুল অংশগ্রহন করেছে।
শেয়ার করুন