মৌলভীবাজার স্কাউটার দানিয়াল স্মরণে শোক সভা আদর্শ স্কাউট ও মানুষ হওয়ার আহ্বান–পরিবেশ ও বন মন্ত্রী’র
দেশ এবং জাতিকে এগিয়ে নিতে হলে স্কাউটের বিকল্প নেই। স্কাউট সদস্যদের আদর্শ স্কাউট ও মানুষ হতে হবে এবং যথাযথভাবে নিজ দায়িত্ব পালন করতে হবে। দানিয়ালও তেমন একজন আদর্শ মানুষ ও আদর্শ স্কাউটার ছিলেন। তার চলে যাওয়াটা মেনে নেয়া যাচ্ছে না। তিনি সর্বদা দেশের ও মানুষের কল্যাণে কাজ করেছেন।
শেয়ার করুন