ডেস্ক রিপোর্টঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্বচ্ছতা গ্রুপের উদ্যোগে ২নং চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের বিধবা অসহায় গৃহহীন মোছাঃ কমলা বেগম(৫৫) কে ঘর নির্মান করে দেওয়া হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) আনুষ্টানিকভাবে তার নিকট ঘর হস্তান্তর করা হয়েছে। স্বচ্ছতার সদস্য মোঃ লোকমান শাহ সভাপতিত্বে ও মোঃ জিয়াউর রহমান (সুজন) পরিচানায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মনিরুল ইসলাম, বিশিষ্ট্য সমাজ সেবক মোঃ ইবাদুর রহমান (বিল্লাল), দেবীপুর প্রাইমারি স্কুলের সহকারি শিক্ষক মোঃ কামাল উদ্দিন (লিখন), বিশিষ্ট মুরব্বি মোঃ জিয়াউদ্দিন, স্বচ্ছতা গ্রুপের সদস্য মোঃ আলী আহম্মদ, সাদমান জহির, সাকিব আলম চৌধুরী, মোঃসিদ্দিক মিয়া, বাংলা টিভির সাংবাদিক হামিদুর রহমান, মোঃমামুন মিয়া, মোঃ আহাদ নাদিয়া, অর্জুন পাল, শেখ ইমন, মোঃ মমিন, মোঃমোহাম্মদ আলী প্রমূখ।
এদিকে, দরিদ্র মহিলার পূর্বে যে ঘরটি ছিলো তা মূলত ছন বাস ও পুরনো টিনের সমন্বয়ে জোড়াতালি দিয়ে কোন রকম থাকার মত একটি জায়গা, যা ঝড় বৃষ্টিতে তার আত্মরক্ষায় কোন কাজেই আসতো না।
মাধবপুর উপজেলার “স্বচ্ছতা গ্রুপ” নামক ফেইসবুক মেসেঞ্জার ভিত্তিক মানবিক সংগঠনটির নজরে আসে এই মহিলার করুন দৃশ্য। পদ-পদবী বিহীন মাধবপুরের প্রবাসী ও দেশি ৯০ জনেরও বেশি সদস্যদের সমন্বয়ে পরিচালিত গ্রুপটি দরিদ্র মহিলার কষ্ট দূর করার জন্য নিজেরা নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ দিয়ে একটি ঘর তৈরি করে দেয়। আজ ছিল ঘরটি হস্তান্তরের দিন।
স্বচ্ছতা গ্রুপ দেড় বছরে ছোট বড় ২৮ টি মানবিক ও সহযোগীতা মূলক কাজ করেছে। আর এটি ছিল স্বচ্ছতার পক্ষ থেকে দেয়া ৩ নাম্বার ঘর। আরো একটি বড় কাজের মধ্যে ছিল এক অসহায় পঙ্গু ব্যক্তিকে টমটম কিনে দেয়া। স্বচ্ছতা গ্রুপ স্বপ্ন দেখে এমন ২৮ হাজারেরও বেশি মানবিক কাজ তারা করবে। সবচেয়ে বড় বিষয় হলো স্বচ্ছতা গ্রুপ এসব কাজের জন্য নিজেদের সদস্য ব্যতীত অন্য কারো কাছ থেকে অর্থ নেয় না। তাই স্বচ্ছতার কাজকে কেউ কখনো অস্বচ্ছ বলে আঙুল তুলতে পারে না। আমি খুবই ভাগ্যবান যে আমি নিজেও এই স্বচ্ছতা গ্রুপের ক্ষুদ্র একজন সদস্য।
মানবিক সাহায্য প্রদানে এমন আরো হাজারটা স্বচ্ছতা গ্রুপ তৈরি হোক, এই কামনাই করি।
বিঃ দ্রঃ আজ স্বচ্ছতা গ্রুপের ২৮ তম মানবিক প্রোগ্রাম ২নং চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের বিধবা অসহায়,গৃহহীন মোছাঃ কমলা বেগম(৫৫) কে যে ঘর নির্মান করে দেওয়া হয়েছিল তা আনুষ্টানিকভাবে হস্তান্তর করা হল।