মৌলভীবাজার জেলায় ১১৩ জন হোম কোয়ারেন্টাইনে

মৌলভীবাজার প্রতিনিধি.
মৌলভীবাজারের সাতটি উপজেলার মধ্যে ৭ উপজেলায় ১১৩ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তৌহিদ আহমেদ  এতথ্য জানিয়েছেন।
মৌলভীবাজার সদর উপজেলায় ১০ জন,শ্রীমঙ্গল উপজেলায় ৩৩ জন , কমলগঞ্জ উপজেলায় ২৬ জন, বড়লেখা উপজেলায় ৭ জন,কুলাউড়া উপজেলায় ২০ জন,রাজনগর উপজেলায় ৭সহ মোট ১১৩ জন। করোনা ভাইরাসের (কোভিড-১৯) জেলার মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৩৩ জন হোম কোয়ারেন্টাইনে আছেন।
মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. তৌহিদ আহমেদ বলেন,বেশির ভাগই বিদেশ ফেরত,কয়েকজন উনাদের নিকট আত্মীয় ও রয়েছেন যারা উনাদের সংস্পর্শে ছিলেন। তবে উনাদের মধ্যে এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কোন লক্ষন বা উপসর্গ নেই। তবে সবাই মৌলভীবাজারের স্বাস্থ্য বিভাগের নিবিড় তদারকির মধ্যে রয়েছেন।
প্রসঙ্গত: প্রবাসী অধ্যুষিত এলাকা মৌলভীবাজার জেলা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্ব প্রস্তুতি হিসেবে মৌলভীবাজার জেলায় ১১৬টি বেড প্রস্তুত রয়েছে।
শেয়ার করুন