প্রতিনিধি
পর্যটনগরখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অতিরিক্ত দামে পণ্য বিক্রির করার দায়ে ১ লাখ ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার পৌর শহরের সেন্ট্রাল রোডে ভোক্তা অধিকার আইনে এ অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
জরিমানা প্রতিষ্টানগুলো হচ্ছে শুভ ট্রেডার্স, মদিনা স্টোর, মনোয়ার এন্টার প্রাইজসহ ৮টি দোকানীকে ১ লক্ষ ৪৭ হাজার আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা ভূমি অফিসের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। এসময় উপস্থিত শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্পের কমান্ডার মো. আনোয়ার হোসেন ও র্যাব সদস্যরা।
শ্রীমঙ্গল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান মামুন বলেন, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও অন্যান্য অপরাধে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারায় ৮ টি প্রতিষ্ঠানকে এক লাখ ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।