নাসিরনগর আধুনিক হাসপাতালে ডায়াবেটিস ফিজিওথেরাপী সেন্টারের উদ্বোধন

আকতার হোসেন ভুইয়াঃ 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে নাসিরনগর আধুনিক হাসপাতালে ডায়াবেটিস সেন্টার ও আধুনিক ফিজিওথেরাপী সেন্টারের ফিতা ও কেক কেটে উদ্বোধন করা হয়েছে। ১৭ মার্চ (মঙ্গলবার) সকালে এ উপলক্ষে এক উদ্বোধনী সভা হাসপাতালের পরিচালক ডাঃ পান্না বনিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়

হাসপাতালের পরিচালক ও সাবেক ছাত্রলীগ নেতা রায়হান আলী ভুইয়ার পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,ডাঃ আবদুল কাইয়ুম, মোঃ হাকিম রেজা, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু, সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য, প্রেসক্লাব সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানা।

অনুষ্ঠানে এসময় হাসপাতালের চিকিৎসক, পরিচালক, কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন