লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগর গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসায় ৫ লাখ টাকার চেক বিতরণ

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগরঃ লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে নাসিরনগর উপজেলার গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নের জন্য ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। ১৯ মার্চ, বৃহস্পতিবার বিকালে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফ মাদ্রাসার মুহতামিম মাওলানা নাছিরউদ্দিন জাফরীর কাছে এ চেক প্রদান করেন।

এসময় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মোখলেছুর রহমান, মাদ্রাসা কমিটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, সহ-সম্পাদক মোহাম্মদ আলী কালু, মোঃ গিয়াস উদ্দিন, সিনিয়র শিক্ষক মাওলানা রায়হান আহমেদ শরীফী, মাওলানা আমীর আহমেদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মুফতি মোখলেছুর রহমান।

লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের সেক্রেটারী সৈয়দ মোঃ শরীফ জানান, লায়নস ক্লাব অব ঢাকা নর্দান জনসেবামূলক কাজ করে থাকে। অসহায় ও গরীব মানষের বিনামূল্যে চোখের চিকিৎসা, শিক্ষার্থীদের বিভিন্ন সহযোগিতা ছাড়াও ত্রাণ বিতরণসহ জনসেবামূলক কাজ তো করছেই। আজ গোকর্ণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার উন্নয়নের জন্য ৫ লাখ টাকার চেক বিতরণ প্রদান করা হয়েছে তা ভবিষ্যতের অব্যাহত থাকবে।

শেয়ার করুন