ফেঞ্চুগঞ্জে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, জরিমানা আদায়

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ  
দেশে করোনা ভাইরাস আসার পরেই বাজারে বাজারে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেন। নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বাড়ে সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজারেও। খবর পেয়ে ১৯ মার্চ (বৃহস্পতিবার)  রাতে একশনে নামে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। নিত্যপ্রয়োজনীয় পন্যের অতিমূল্য রাখার দায়ে ফেঞ্চুগঞ্জ বাজারের লিজা স্টোরকে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় বাজারে কেউ অতিমূল্য না রাখতে কড়া সতর্কবার্তা দেওয়া হয়। ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামানের সহযোগীতায় অভিযান পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখি আহমেদ।
অন্যদিকে ফেঞ্চুগঞ্জ এলাকায় সদ্য দেশে ফিরতদের হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশনা দিয়ে উপজেলায় মাইকিং করে স্থানীয় প্রশাসন। জনসাধারণের সুরক্ষার জন্য ফেঞ্চুগঞ্জ থানা গেইটের সামনে পানির ট্যাংক ও হ্যান্ড ওয়াসের ব্যবস্থা করেছে ফেঞ্চুগঞ্জ থানা।
শেয়ার করুন