মাছের আড়ৎত থেকে মরদেহ উদ্ধার

সাগর মোল্লা.
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাগরদীঘি সড়কের শেফাল মাছের আড়ৎতের ম্যানেজার মুকিত মিয়া (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৪মার্চ মঙ্গলবার রাতে পৌর শহরের সাগরদীঘি এলাকায় শেফাল মাছের আড়ৎতে একটি রুমে স্ট্রোকে ঘুমন্তবস্থায় মারা যায়। বুধবার বিকালে ওই আড়ৎতের রুম দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মুকিত উপজেলার রামনগর এলাকার খান্দার মিয়ার ছেলে। নিহত মুকিত শেফাল মাছের আড়ৎতে হিসাব-নিকাশের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা.নাহিদ আহমদ ওই আড়ৎতে উপস্থিত হন। সেখানে নিহতের মরদেহ পরীক্ষা করেন এবং মুকিত মিয়া হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক আসাদ আহমদ বলেন, রাতে বেলায় ঘুমের সময় স্ট্রোকে মারা গেছেন। আমরা লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছি।

শেয়ার করুন