বিশেষ সংবাদদাতা..
করোনা মোকাবিলায় শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার এবং নার্সদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী দিয়েছে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। বুধবার ২৫ (মার্চ) সংঘের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আফরোজা আওরঙ্গজেব শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়ার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ডাক্তার ও নার্সদের পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই), মাস্ক, গ্লাভসসহ জীবাণুনাশক সাবান ও পাউডার প্রদান করা হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়োজিত ডাক্তার এবং নার্সদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে ২০০ পিস ব্যক্তিগত নিরাপত্তামূলক পোশাক, এক হাজার পিস মাস্ক, ৩০০ সেট হ্যান্ড গ্লোভস, ৩০০ কেজি ব্লিচিং পাউডার এবং এক হাজার পিস জীবাণুনাশক সাবান প্রদান করা হয়।
দুঃস্থদের মাঝে ত্রাণ বিতরণ:
করোনাভাইরা মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার উদ্যোগে বনানীর টিএন্ডটি কলোনি সংলগ্ন এলাকায় গরীব ও দুস্থদের জন্য চাল, ডাল, তেল, আলু, লবণ, মুড়ি ও জীবাণুনাশক সাবানসহ অন্যান্য সামগ্রী প্রদান করে। বুধবার (২৫ মার্চ) এসকল সামগ্রী দুস্থ পরিবারের নিকট পৌঁছে দেওয়ার জন্য ১৯ ও ২০ নং ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারের নিকট ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়। ওই এলাকার প্রতিটি পরিবারের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি তেল, ১ কেজি লবণ, ২ কেজি মুড়ি ও ৬টি করে জীবাণুনাশক সাবান বিতরণ করা হয়।