জনসমাগম নিষিদ্ধ সত্ত্বেও সমাবেশ কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান জুয়েলের ‘অসচেতন কান্ড’


  • কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
    প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার। এমন পরিস্থিতিতে অদ্ভুত এক কান্ড ঘটিয়েছেন মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীনেতা মোঃ জুয়েল আহমেদ। তাও আবার পুলিশের উপস্থিতিতে! বুধবার (২৫ মার্চ) দুপুরে শমসেরনগর চা বাগানের ৩নং সেকশনে শতাধিক নারী চা শ্রমিকদের জড়ো করে সমাবেশের মাধ্যমে ডেটল সাবান বিতরণ করেন এবং বক্তব্য রাখেন। পরে ওই সাবান বিতরনের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ছবিতে ওই সমাবেশে শতাধিক নারী দেখা যাচ্ছে। তখন উপস্থিত ছিলেন পুলিশের এসআই শাহআলম, ইউপি সদস্য সীতারাম বিন ও ইউপি সদস্য ইয়াকুব আলী প্রমুখ। জনসমাগম নিষিদ্ধ সত্ত্বেও ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদের এমন কান্ডে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। তারা বলেন, নিরক্ষর চা শ্রমিকদের করোনার ঝুকিঁ রয়েছে ,তার মধ্যে তিনি জনপ্রতিনিধি হয়ে সরকারের নিদের্শ অমান্য করে সাবান বিতরণ ঠিক হয়নি। অনেকেই একে ‘অসচেতন কান্ড বলেও মন্তব্য করেছেন।
    শমসেরনগর ইউপি চেয়ারম্যান মোঃ জুয়েল আহমেদ বলেন, আমি সমাবেশ করে সাবান বিতরণ করিনি। আমার সাথে পুলিশও ছিল। শ্রমিকরা খাবারের সময় একত্রিত হয়েছিল। কোন সমাবেশ হয়নি।
    পুলিশের উপস্থিতিতে সমাবেশ করা প্রসঙ্গে শমসেরনগর পুলিশ পাড়িঁর ইনচার্জ অরুন কুমার চৌধুরী বলেন, একটি সচেতনা সমাবেশ হচ্ছে যেনে পুলিশ সেখানে গিয়েছিল।
    কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, দেশজুড়ে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে সরকার, সেখানে যদি কোন জনপ্রতিনিধি সমাবেশ করতে পারেন না। বিষয়টি গুরুত্বসহকারে দেখছি।
শেয়ার করুন